যে সমস্ত বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যাবে:
তাপশক্তি (Heat energy) সম্পর্কে ধারণা
তাপমাত্রার (temperature) ধারণা
তাপ ও উষ্ণতার সম্পর্ক
বোধগম্য তাপ (sensible heat)
উষ্ণতা ও আয়তনের পরিবর্তন (temperature and change in volume)
পদার্থের বিভিন্ন অবস্থা (states of matter)
ক্যালরিমিতির মূলনীতি (principle of Calorimetry)
ক্যালরিমিটার সম্পর্কে ধারণা (how calorimeter works)
ক্যালরিমিতির শর্ত (conditions of calorimetry)
তাপের আদান-প্রদান (transfer of heat energy)
ক্যালোরিমিতির গাণিতিক সমস্যার সমাধান (mathematical problems of calorimetry)
আপেক্ষিক তাপ সম্পর্কে ধারণা (concept of specific heat)
জলের আপেক্ষিক তাপ (specific heat of water)
আপেক্ষিক তাপ ও তাপ ধারণ ক্ষমতা (specific heat and heat capacity)
---------------------------------------
তাপ (heat):
তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে শীতল হয়। তাপ প্রয়োগে বা নিষ্কাশনে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটলে উষ্ণতা অপরিবর্তিত থাকে।
Heat:
Heat is the energy that is transferred from one body to another to make a difference in temperature or to change the state of a body.
Temperature:
Temperature is a physical property of matter that quantitatively expresses hot or cold.
কোনো বস্তুতে তাপ প্রয়োগ বা নিষ্কাশনের ফল:
উষ্ণতার পরিবর্তন
অবস্থার পরিবর্তন
আয়তনের পরিবর্তন
রাসায়নিক পরিবর্তন
বৈদ্যুতিক ধর্মের পরিবর্তন
চৌম্বক ধর্ম পরিবর্তন
গতিশক্তির সৃষ্টি
আলোক শক্তির সৃষ্টি
দহন
ক্যালরিমিতির মূলনীতি (Principle of Calorimetry):
উত্তপ্ত বস্তু কর্তৃক বর্জিত তাপ = শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ
The principle of Calorimetry:
The principle of Calorimetry states that for an insulated system heat energy lost by the hot body is equal to the heat energy gained by the cold body. heat transfer occurs until both the bodies attain the same temperature.
শর্ত (conditions):
বাইরে থেকে তাপের আদান-প্রদান হবে না
কঠিন বস্তু অদ্রাব্য হবে
এদের মধ্যে কোন রাসায়নিক বিক্রিয়া হবে না
আপেক্ষিক তাপ (specific heat):
একক ভরের কোন বস্তুর উষ্ণতা এক ডিগ্রী বৃদ্ধি করতে যে পরিমান তাপ লাগে তাকে ঐ বস্তুর আপেক্ষিক তাপ বলে।
Specific heat capacity:
specific heat capacity is the energy required to increase temperature of a certain material of unit mass by 1°C.
গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ (H)
= বস্তুর ভর (m) x আপেক্ষিক তাপ (S) x তাপমাত্রার পরিবর্তন (t)
উত্তপ্ত বস্তুর ভর = m1 g
শীতল বস্তুর ভর = m2 g
উত্তপ্ত বস্তুর প্রাথমিক তাপমাত্রা = t1°C
শীতল বস্তুর প্রাথমিক তাপমাত্রা = t2°C
উভয়ের অন্তিম উষ্ণতা = t°C
হলে,
উত্তপ্ত বস্তু কর্তৃক বর্জিত তাপের পরিমাণ = m1 x S1 x (t1 - t)
শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপের পরিমাণ = m2 x S2 x (t - t2)
ক্যালরিমিতির মূলনীতি অনুসারে,
m1 x S1 x (t1 - t) = m2 x S2 x (t - t2)
আপেক্ষিক তাপের S.I. একক :
জুল / কেজি . কেলভিন [J / kg . K]
জলের আপেক্ষিক তাপ
= 4200 J / kg . K (S.I.)
= 1 g / cal (C.G.S)
-----------------------------------------